ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে শনিবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে পাঞ্জাব কিংস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৩ রানের জয় তুলে নিয়েছে পাঞ্জাব। এই ম্যাচে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার এক ওভারে ৩১ রান দিয়ে উঠে গেছেন অনাকাঙ্ক্ষিত তালিকায়।
প্রথম দুই ওভারে ১৭ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন অর্জুন। এরপর পাঞ্জাব কিংসের ১৫তম ওভারটি করতে আসেন এই তরুণ পেসার। এ সময় পাঞ্জাবের স্কোর ছিল ১১৮। অর্জুনের ওই ওভারটিতে ৩১ রান নেন স্যাম কারান ও হারপ্রিত সিং।
অর্জুনের ব্যয়বহুল ওভারের শুরুটা হয়েছিল ছক্কা দিয়ে। স্লটে পাওয়া বল লং অফ দিয়ে সীমানার বাইরে পাঠান স্যাম করান। পরের বল ওয়াইড। দ্বিতীয় বলে আউটসাইড এজে চার পান ব্যাটসম্যান। তৃতীয় বলে এক রান নিয়ে প্রান্ত বদল করেন কারান।
চতুর্থ বলে মিড অফ দিয়ে চার হাঁকান হারপ্রিত সিং। ফুলটস হওয়া পঞ্চম বল ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা । এরপর নো বলের সঙ্গে আরেকটি চার! এক বল আগেই ওভারে চলে আসে ২৭ রান। শেষ বলে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেননি অর্জুন। হারপ্রিত ওভার শেষ করেন চার হাঁকিয়ে।
ওই ওভারের পর অর্জুনের বোলিং ফিগার ছিল : ৩-০-৪৮-১। এরপর আর তাকে বোলিং দেননি মুম্বাই দলপতি রোহিত শর্মা।
এই ওভারের পরেই আইপিএলে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়া বোলারদের সংক্ষিপ্ত তালিকায় নাম উঠে গেছে অর্জুনের।
প্রশান্ত পরমেশ্বরন ও হার্শাল প্যাটেল দুজনেরই এক ওভারে ৩৭ রান দেওয়ার কলঙ্ক আছে। মুম্বাইয়ের পেসার ড্যানিয়েল স্যামস ২০২২ সালে দিয়েছিলেন ৩৫ রান। পরভিন্দর আওয়ানা দিয়েছেন ৩৩ রান। এরপরই রবি বোপারা, রাহুল শর্মা ও অর্জুন টেন্ডুলকারের নাম। তিনজনই দিয়েছেন ৩১ রান করে।