MYTV Live

পরপর দুইবার ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

পরপর দু’বার ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। স্থানীয় সময় রোববার ভোরে ইন্দোনেশিয়ার কেপুলাওয়ান বাতুতে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিলো ৬ দশমিক ১। আর দ্বিতীয়টির মাত্রা ছিলো ৫ দশমিক ৮। প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠের ৪৩ কিলোমিটার গভীরে। আর দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠের ৪০ কিলোমিটার গভীরে।

তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

এর আগে, শুক্রবার স্থানীয় সময় বিকেলে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দ্বীপটির সুরাবায়া, তুবান, ডেনপাসার এবং সেমারাঙ অঞ্চলে ভূমিকম্পটির তীব্রতা অনুভূত হয়।

ইন্দোনেশিয়া তথাকথিত ‘প্যাসিফিক রিং অব ফায়ারের’ ওপর অবস্থিত, যা অত্যন্ত সক্রিয় একটি সিসমিক জোন বা ভূমিকম্প প্রবণ এলাকা। এ অঞ্চলে পৃথিবীর ভূত্বকের বিভিন্ন প্লেট মিলিত হয় ও অসংখ্য আগ্নেয়গিরি তৈরি করে। প্লেটের সংঘর্ষ ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,868FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles