MYTV Live

ধামইরহাট সীমান্তে ছয়টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারি আটক

নওগাঁর ধামইরহাট সীমান্তে ছয়টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উপজেলার উমার ইউনিয়নের সীমান্তবর্তী চকিলাম গ্রামে অভিযান চালিয়ে এ স্বর্ণের চোরাচালান আটক করা হয়। আটককৃত স্বর্ণের মূল্য ৫৩ লাখ টাকা। আটক চোরাকারবারি মো. কিবরিয়াকে (৩৫) থানা পুলিশের মাধ্যমে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন, পিএসসির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে সীমান্তবর্তী চকিলাম গ্রামে বিজিবি অভিযান চালায়।

অভিযানে ভারতে পাচারের উদ্দেশে ছয়টি স্বর্ণের বার নিয়ে মো. কিবরিয়া নামে এক চোরাকারবারি মোটরসাইকেলে সীমান্তের দিকে রওনা দেয়। সীমান্ত মেইন পিলার ২৬৭ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে চকিলাম গ্রামে আসা মাত্র বিজিবি সদস্যরা মোটরসাইকেলসহ কিবরিয়াকে আটকের চেষ্টা চালান। বিজিবিকে দেখে সে পালাতে চেষ্টা করে।

পরে আটক কিবরিয়ার শরীর তল্লাশি করে বাঁ পায়ের সঙ্গে অভিনব কায়দায় ছয়টি স্বর্ণের বার এ্যাংলেট দিয়ে ফিটিং করা অবস্থায় পাওয়া যায়। আটক ছয়টি স্বর্ণের বারের মূল্য প্রায় ৫৩ লাখ ১৩ হাজার ২৩১ টাকা।

আটক মো. কিবরিয়া চকশব্দল গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেছে। আটক আসামিকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,869FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles