MYTV Live

ফিল্মফেয়ার পুরস্কার উঠলো যাদের হাতে

ভারতের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় ফিল্মফেয়ারকে। প্রতিবছর ইন্ডাস্ট্রিতে সেরা কাজের স্বীকৃতি স্বরুপ দেয়া হয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এবছরও বেশ জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজিত হলো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে ৬৮তম হুন্ডাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৩। মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে হাজির হয়েছিল গোটা বলিউড।

সবাইকে টপকে বেশির ভাগ পুরস্কার পকেটে পুরেছে সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়ারি’।

একনজরে দেখে নেওয়া যাক ৬৮তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জয়ীদের তালিকা।

এবার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লাভ করেছন প্রেম চোপড়া।

শ্রেষ্ঠ চলচ্চিত্র: গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি, শ্রেষ্ঠ চলচ্চিত্র (ক্রিটিক): বাধাই দো।

সেরা অভিনেতা: রাজকুমার রাও (বাধাই দো)। সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)।

সেরা অভিনেতা (ক্রিটিক): সঞ্জয় মিশ্র (বধ)। সেরা অভিনেত্রী (ক্রিটিক): ভূমি পেডনেকার (বধাই দো) এবং টাবু (ভুল ভুলাইয়া ২)।

সেরা পরিচালক: সঞ্জয় লীলা বনসালী (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)।

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: অনিল কাপুর (জুগ জুগ জিয়ো)। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী: শিবা চাড্ডা (বাধাই দো)।

সেরা সংগীত অ্যালবাম: প্রীতম (ব্রহ্মাস্ত্র: প্রথম পর্ব- শিবা)।

সেরা সংলাপ: প্রকাশ কাপাডিয়া এবং উৎকর্ষিণী বশিষ্ঠ (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)।

সেরা চিত্রনাট্য: অক্ষত ঘিলদিয়াল, সুমন অধিকারী এবং হর্ষবর্ধন কুলকার্নি (বাধাই দো)।

সেরা গল্প: অক্ষত ঘিলদিয়াল এবং সুমন অধিকারী (বাধাই দো)।

সেরা ডেবিউ অভিনেতা: অঙ্কুশ গেদাম (ঝুন্ড)। সেরা ডেবিউ অভিনেত্রী: আন্দ্রেয়া কেভিচুসা (আনেক)।

সেরা ডেবিউ পরিচালক: জসপাল সিং সান্ধু এবং রাজীব বার্নওয়াল (বধ)।

সেরা লিরিক: অমিতাভ ভট্টাচার্য, কেশরিয়া গানের জন্যে (ব্রহ্মাস্ত্র: প্রথম পর্ব – শিবা)।

সেরা গায়ক: অরিজিৎ সিংহ, কেশরিয়া গানের জন্যে (ব্রহ্মাস্ত্র: প্রথম পর্ব – শিবা)।

সেরা গায়িকা: কবিতা শেঠ, রঙ্গিসারি গানের জন্য (যুগ যুগ জিয়ো)।

নতুন সংগীত প্রতিভার জন্য আরডি বর্মন পুরস্কার: জাহ্নবী শ্রীমঙ্কা, ঢোলিডার জন্য (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)।

সেরা ভিএফএক্স: ডিএনইজি এবং রিডিফাইন (ব্রহ্মাস্ত্র: প্রথম পর্ব – শিবা)।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,802FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles