MYTV Live

পাকিস্তানের সাথে টেস্টের পর ওয়ানডেও বড় হার দিয়ে শুরু করলো বাংলাদেশের যুবারা

চার দিনের টেস্টে ১০ উইকেটে হারের পর ওয়ানডে সিরিজের শুরুটাও হলো পরাজয় দিয়ে।

চট্টগ্রামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে পাকিস্তানের যুবাদের বিপক্ষে ১৬৫ রানে থেমে যায় স্বাগতিকরা। সেই রান মাত্র ৩৭.২ ওভারে ১ উইকেট হারিয়েই টপকে যায় সফরকারীরা।

১৬৬ রানের জবাবে পাকিস্তানের দুই ওপেনার আজান আওয়াইস ও শাহজাইব খান মিলে ১৪৮ রানের জুটি গড়েন। জয় থেকে ১৮ রান দূরে থাকতে শাহজাইব আউট হন। আউট হওয়ার আগে ১১৬ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৮৩ রানের ইনিংস খেলেন পাকিস্তানের তরুন এই ক্রিকেটার।

আজানের ব্যাট থেকে আসে অপরাজিত ৬৯ রানের ইনিংস। ১০০ বলে ৬ চার ও ১ ছক্কায় তিনি নিজের ইনিংসটি সাজিয়েছেন। শামিল হোসেন তিন রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে একমাত্র উইকেটটি নেন মাহফুজুর রহমান রাব্বি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৪১ রানে ৫ ব্যাটারকে হারায় বাংলাদেশ। মাহফুজুর রাব্বি অপরাজিত ৭০ রানের ইনিংস খেলে এনে দেন ১৬৫ রানের মাঝারি সংগ্রহ। ১০০ বলে ৮ চার ও ২ ছক্কায় রাব্বি নিজের ইনিংসটি সাজান। ৫ উইকেট নিয়েছেন সফরকারী দলের বাঁহাতি পেসার আমির হাসান।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,802FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles