MYTV Live

এবার টুইটারে সংবাদ পড়তে গুনতে হবে টাকা

বর্তমানে সবচেয়ে আলোচনায় থাকা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার। ২০২২ সালের অক্টোবরে ইলন মাস্কের মালিকানায় যাওয়ার পর থেকেই প্ল্যাটফর্মটিতে একের পর এক পরিবর্তন এনে চলেছেন তিনি। এরমধ্যে অন্যতম ছিল কর্মী ছাঁটাই, এবং টুইটারে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য খরচ করতে হবে অর্থ।

এরপর লোগো পরিবর্তন করে বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন ইলন মাস্ক।

এবার জানা গেল, টুইটারে খবর পড়তে খরচ করতে হবে অর্থ । শনিবার ইলন মাস্ক ঘোষণা করেন যে, টুইটারে খবর পড়তে এবার থেকে ব্যবহারকারীদের অর্থ ব্যয় করা লাগবে।

সংবাদমাধ্যমগুলো যেন টুইটার থেকে আয় করতে পারে, সেই জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ইলন মাস্ক। আগামী মাস থেকেই খবর পড়ার জন্য ব্যবহারকারীদের অর্থ খরচ হবে।

ইলন মাস্ক জানান, টুইটারে কোনো খবর পড়তে গেলে প্রতিবেদন প্রতি নির্দিষ্ট অর্থ খরচ খরচ করতে হবে। প্রতি আর্টিক্যালে প্রতিটা ক্লিক অনুযায়ী ধার্য হবে সেই অর্থ। এক্ষেত্রে একটি মাসিক সাবস্ক্রিপশন প্যাকেজও চালু করা হবে। টুইটার ব্যবহারকারীদের জন্য এই সাবস্ক্রিপশন। তবে প্রতিবেদন প্রতি অর্থ খরচ করার তুলনায় যদি কোনো গ্রাহক মাসিক সাবস্ক্রিপশন নেন, তাহলে তার খরচ তুলনামূলকভাবে কম পড়বে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,804FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles