MYTV Live

দুই দিনের ব্যবধানে ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়ে তিনে পাকিস্তান

ইতিহাস গড়ে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল পাকিস্তান। তবে শীর্ষন্থানে উঠার উচ্ছ্বাসটা বাবর আজমদের টিকলো মাত্র দুইদিন। ৪৮ ঘণ্টার মধ্যে শীর্ষস্থান হারিয়ে পাকিস্তান এখন তিন নম্বরে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা চারটি ম্যাচ জিতে পাকিস্তান আইসিসির এক নম্বর ওয়ানডে দলে পরিণত হয়। তারা টপকে যায় ভারত ও অস্ট্রেলিয়াকে।

তবে চতুর্থ ওয়ানডের পর পাকিস্তান শীর্ষে উঠলেও তাদের রেটিং পয়েন্ট ছিল অস্ট্রেলিয়া ও ভারতের সমান ১১৩। শতাংশ ব্যবধানে এগিয়ে থাকায় এক নম্বরে চলে এসেছিল বাবর আজমের দল।

এবার সিরিজের পঞ্চম ম্যাচে হেরে সিংহাসন খোয়াতে হলো পাকিস্তানকে। পাঁচ ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ৪৭ রানে হারিয়ে আইসিসি ব়্যাঙ্কিংয়ে তিন নম্বরে নামিয়ে দিয়েছে টম লাথামরা।

ফলে শীর্ষস্থান ফিরে পেয়েছেন অস্ট্রেলিয়া, ভারত উঠেছে দুইয়ে।

পঞ্চম ওয়ানডেতে হারের পর পাকিস্তানের রেটিং পয়েন্ট এক কমেছে, হয়েছে ১১২। ফলে শীর্ষস্থান হারায় পাকিস্তান। অস্ট্রেলিয়া আগের মতোই ১১৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে এবং ভারত সমান রেটিং পয়েন্ট নিয়ে শতাংশ ব্যবধানে পিছিয়ে আছে দুইয়ে।

১১১ পয়েন্ট নিয়ে ব়্যাঙ্কিংয়ের চারে ইংল্যান্ড আর ১০৮ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে নিউজিল্যান্ড। আর ৯৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে বাংলাদেশ।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,802FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles