MYTV Live

ভারত বিশ্বকাপে নিশ্চিত ৮ দল, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড

বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যাওয়ায় ভারত বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের টিকিট পেল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে আয়ারল্যান্ডকে খেলতে হবে বাছাইপর্বে।

স্বাগতিক দেশ হিসেবে ওয়ানডে বিশ্বকাপে ভারতের সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিতই ছিল। আসরে সরাসরি অংশগ্রহণের বিষয়টি আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ।

ভারত-বাংলাদেশসহ ১৩ দলের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের মাধ্যমে সরাসরি জায়গা করে নিয়েছে আরও ছয়টি দল। তারা হলো নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ হবে দশ দলের। আট দল নিশ্চিত হয়ে যাওয়ায় বিশ্বকাপের বাকি দুই দলকে বাছাই পর্ব খেলে অংশগ্রহন করতে হবে।

আগামী জুন-জুলাই মাসে জিম্বাবুয়ের মাটিতে হবে বাছাইপর্ব। যেখানে সুপার লিগ থেকে সরাসরি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া পাঁচ দল ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের সঙ্গে লড়বে প্রাক-বাছাই পেরিয়ে আসা আরও পাঁচ দল নেপাল, ওমান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।

এদিকে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ৫ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আর ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে এক লাখের বেশি দর্শক ধারণক্ষম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

একইভাবে ১৯ নভেম্বর মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে পঞ্চাশ ওভারের এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।আর ১৫ অক্টোবর মাঠে গড়াতে পারে ভারত-পাকিস্তান মহারণ।

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) শিগগিরই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে। ধারনা করা হচ্ছে চলমান আইপিএলের আসর শেষ হলেই ওই সূচি ঘোষণা হতে পারে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,802FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles