MYTV Live

অবশেষে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে জয় পেল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল

একমাত্র চারদিনের ম্যাচে হারের পর টানা দুই ওয়ানডেতে পরাজয়। এবার তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

রাজশাহীতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা।

শহীদ এ এইচ এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ব্যক্তিগত ২ রানে পাকিস্তান ওপেনার আজান ও ৩ রানে আরেক ওপেনার শাহজাইব খানকে ফেরায় বাংলাদেশ। এরপর হাল ধরার চেষ্টা চালিয়েও দলকে সুবিধা জনক অবস্থানে নিয়ে যেতে পারেনি আরিফ ও শ্যামল।

তৃতীয় উইকেটে আসে ৩১ রান। তবে এরপর ১৮ রান যোগ করতে আরও তিন উইকেট হারায় সফরকারীরা। ষষ্ঠ উইকেটে ৪৩ রানের জুটি গড়ে দলকে বিপর্যয়ের হাত থেকে কিছুটা উদ্ধার করেন সাদ বেগ (৩৫) ও আরাফাত মিনহাজ (২৮)। তবে শেষদিকে ব্যাট হাতে কেউ তেমন রান করতে না পারলে ১৫৪ রানে থামে পাকিস্তানের ইনিংস।

বাংলাদেশি বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নিয়েছেন রোহানাত দৌলত ও ইমন। দুই উইকেট নেন জীবন।

জবাবে দারুণ শুরু পায় টাইগার যুবারা। দলীয় ৫৯ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় ১০০ রানের আগেই বাংলাদেশ হারায় আরো দুই উইকেট। তবে লক্ষ্যটা ছোট হওয়ায় খুব একটা বিপদে পড়তে হয়নি বাংলাদেশকে।

৬ উইকেট হারানোর পর দলকে বিপদ মুক্ত ২৬ ওভারেই জয় উপহার দেন মাহফুজুর রাব্বি ও পারভেজ জীবন।

ওপেনার আদিল বিন সিদ্দিক ৩৬ রান করেন। এছাড়া শিহাব জেমস ২৭ ও জিসান আলম ২৪ রান করেন। মাজাহারুল ইসলাম জিবনের ব্যাট থেকে আসে ২১ রান।

পাকিস্তানি বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন আইমাল ও আরাফাত।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,804FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles