MYTV Live

ইন্টারনেট বন্ধ নিয়ে সরকারের কাছে জবাব চাইল লাহোর হাইকোর্ট

পাকিস্তানে মোবাইল ইন্টারনেট চালুর দাবিতে এক আবেদনের প্রেক্ষিতে দেশটির সরকার ও টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছে লাহোর হাইকোর্ট (এলএইচসি)।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশজুড়ে পিটিআই নেতাকর্মীদের বিক্ষোভ শুরু হলে পাকিস্তান সরকার মোবাইল ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেয়।

আবুজার সালমান খান নিয়াজি নামের এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার লাহোর হাইকোর্টের বিচারপতি আবিদ আজিজ শেখ ২২ মে’র মধ্যে সরকারের তথ্যপ্রযুক্তি ও টেলিকমিউনিকেশন মন্ত্রণালয় এবং টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষকে বিস্তারিত জানানোর নির্দেশ দেয়।

পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয়। পরে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অন্যদিকে ইমরান খানের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। তাঁকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,804FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles