MYTV Live

বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

আইসিসি ওয়ানডে সুপার লিগে সুবিধা করতে না পারায় বাছাই পর্ব খেলে বিশ্বকাপে জায়গা করে নিতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। দুইবারের বিশ্বকাপজয়ীদের জন্য তাই এই পর্ব মহাগুরুত্বপূর্ণ।

তবে জুনে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে শক্তিশালী দল হিসেবেই খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বকে সামনে রেখে শুক্রবার তারা দল ঘোষণা করেছে।

এক বছর পর দলে ডাক পেয়েছেন বোলিং অলরাউন্ডার কিমো পল। সবশেষ তিনি গেল বছরের জুনে উইন্ডিজের হয়ে খেলেছিলেন। তার বিষয়ে নির্বাচক দেসমন্ড হাইনেস বলেছেন, ‘পল একজন ত্রি-মাত্রিক খেলোয়াড়। যে নতুন বলে খুব ভালো বোলিং করতে পারে। ফিল্ডিংয়ে খুবই ডায়নামিক এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ভালো রানও করতে পারে। সে আমাদের দলের একজন সম্ভাবনাময় ম্যাচ উইনার।’

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ বাছাইপর্বের দল:
শাই হোপ (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামারহ ব্রুকস, ইয়ানিক ক্যারিয়া, কেসি কার্টি, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিয়াল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মতি, কিমো পল, নিকোলাস পুরান ও রোমারিও শেফার্ড।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,804FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles