রিজার্ভ নিয়ে দু:শ্চিন্তার কিছু নেই, প্রয়োজনের চেয়ে বেশি রিজার্ভ আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমরা রিজার্ভ নিয়ে বলতে বলতে সবার মাথায় এটা ঢুকে গেছে। আমাদের রিজার্ভ এখনো যা আছে তাতে অন্তত এটুকু বলতে পারি, আমাদের এমন কোনো সংকট এভাবে নাই। তবে আমরা সবসময় রিজার্ভ ধরে রাখারই চেষ্টা করি।
সোমবার বিকেলে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সফর নিয়ে গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, যেসব দেশ বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দেবে তাদের কাছ থেকে কিছু কেনা হবেনা।
আত্মবিশ্বাস থাকলে যে কোন সমস্যা মোকাবেলা করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন দেশ বাংলাদেশে উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছে, বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
জাপান সরকারকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি জাপানে পাঠানো হবে। প্রতিহিংসাপরায়ন হয়ে যারা সফর নিয়ে অপপ্রচার চালায় তাদের জবাব উন্নয়নের মাধ্যমে দেয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।