MYTV Live

যুক্তরাষ্ট্রে তরুণের এলোপাতাড়ি গুলিতে নিহত ৩, আহত ২ পুলিশ কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে এক তরুণের এলোপাতাড়ি গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ নয়জন আহত হয়েছেন। সোমবার অঙ্গরাজ্যটির ফার্মিংটন শহরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ওই হামলার পর নিউ মেক্সিকো শহরের সব স্কুল সাময়িক সময়ের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।

ফার্মিংটনের কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে প্রতিহত করা সম্ভব হয়েছে এবং তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বর্তমানে ওই এলাকায় বেসামরিক লোকজনের ওপর হামলা হওয়ার মতো আর কোনো ধরনের ঝুঁকি নেই বলেও জানানো হয়।

স্থানীয় পুলিশের উপপ্রধান ব্যারিক ক্রাম এক সংবাদ সম্মেলনে বলেন, সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় একাধিক ব্যক্তি তাদের জরুরি ভিত্তিতে টেলিফোন করেন। চার পুলিশ কর্মকর্তা ওই ‘বন্দুকধারীকে ঠেকাতে সমর্থ হন’।

তবে ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি। হামলাকারীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এছাড়া কী কারণে ওই হামলা চালানো হয়েছে সে বিষয়টিও পরিষ্কার নয়।

তিনি আরও জানান, আহত দুই পুলিশ কর্মকর্তা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে।

বেসরকারি সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের হিসাবে, চলতি বছরের এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অন্তত ২২৫টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,804FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles