MYTV Live

দিনাজপুর সীমান্ত থেকে গুলিবিদ্ধ বাংলাদেশির মরদেহ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী সীমান্তে শাহপুর কামারপাড়া নামক স্থান থেকে মঞ্জুরুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঝড়-বৃষ্টির সময় বাড়ির পাশে তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহত মঞ্জুরুল চিরিরবন্দর উপজেলার আমতলী সীমান্তের শাহপুর কামারপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে।

পরিবারের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে গুলি চালিয়ে হত্যা করেছে। তবে বিএসএফের গুলিতে নিহত কি না তা বিজিবি বা পুলিশ কেউ বিষয়টি নিশ্চিত করে জানাতে পারেনি।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২টার দিকে সীমান্তের কাছাকাছি স্থানে তাকে গুলি করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিজিবির সহযোগিতায় মরদেহ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাজেদুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে কামারপাড়া শাহপুর সীমান্তের আনুমানিক ৫০ মিটার দূরে বিএসএফের গুলিতে নিহত মন্জুরুলের মরদেহ পড়ে ছিলো। পড়ে পরিবারের লোকজন মরদেহটি বাসায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, নিহত মন্জুরুল পেশায় একজন কৃষক ছিলেন। এলাকার মানুষ ভালো ছেলে হিসেবে চিনতো তাকে। কিন্তু কী কারণে রাতে সীমান্তে তারকাঁটার কাছে গেছিলো এ বিষয়ে পরিবারসহ স্থানীয়রা কিছু বলতে পারছে না।

২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির বলেন, নিহতের বিষয়টি জেনেছি। কিন্তু বিএসএফ গুলি করে হত্যা করেছে কি না তা এখনো নিশ্চিত নই। এ বিষয়ে আমরা পতাকা বৈঠক ডেকেছি।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, নিহতের শরীরে চারটি গুলির চিহ্ন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,877FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles