MYTV Live

সাফ ফুটবলের ড্র; বাংলাদেশের গ্রুপে শক্তিশালী লেবানন

ভারতে অনুষ্ঠিত চলতি বছরের সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিল্লিতে এই ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত ড্রয়ে বাংলাদেশ পড়েছে বি গ্রুপে। যেখানে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল লেবানন, সাবেক চ্যাম্পিয়ন মালদ্বীপ ও ভুটান।

অন্যদিকে ‘এ’ গ্রুপে আছে স্বাগতিক ভারত। তাদের অন্য তিন প্রতিপক্ষ সাফে নবাগত কুয়েত, নেপাল ও পাকিস্তান।

আগামী ২১ জুন বেঙ্গালুরুতে বসতে যাচ্ছে সাফের ১৪তম আসর। ৩ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

রবিন রাউন্ড পদ্ধতিতে দুই গ্রুপ থেকে সেরা দুটি করে দল সরাসারি সেমিফাইনালে অংশ নেবে। সেখান থেকে দুই দল যাবে ফাইনালে।

গ্রুপ এ :ভারত, কুয়েত, নেপাল ও পাকিস্তান

গ্রুপ বি :লেবানন, মালদ্বীপ, ভূটান ও বাংলাদেশ।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,804FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles