MYTV Live

প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্প; এক হাজার কিলোমিটার স্থানজুড়ে সুনামি সতর্কতা

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ কারণে নিউজিল্যান্ড, ভানুয়াতু, ফিজি ও কিরিবাতিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার আঘাত হানা এ ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিলো ৭ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটি ৩৭ কিলোমিটার গভীরতায় শনাক্ত করা হয়।

প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্রের এক খবরে বলা হয়, ফিজি, ভানুয়াতু এবং নিউ ক্যালেডোনিয়ার মধ্যে অবস্থিত উপকূলের এক হাজার কিলোমিটার স্থানজুড়ে সুনামি সতর্কতা জারি করেছে এবং উপকূলীয় এলাকার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, ভানুয়াতুতে ১০ ফুটের উপরে জলোচ্ছ্বাস হতে পারে। তাছাড় ফিজি, নিউ ক্যালোডোনিয়া, কিরিবাতি ও নিউজিল্যান্ডেও জোয়ারের তুলনায় সামান্য পানি বাড়তে পারে।

ভানুয়াতু মেটিওরোলজি ও জিও-হ্যাজার্ডস বিভাগ বলেছে, এই ধরনের শক্তিশালী ভূমিকম্পের ফলে বিপজ্জনক সুনামি সৃষ্টি হতে পারে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, দেশটির মূল ভূখণ্ডে সুনামির কোনো হুমকি নেই। তবে লর্ড হাও দ্বীপে সতর্কতা জারি করা হয়েছে। দ্বীপটি তাসমান সাগরে সিডনির উত্তর-পূর্বে ৭৮০ কিলোমিটার দূরে অবস্থিত।

এদিকে নিউজিল্যান্ডের ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, সুনামির ফলে উপকূলীয় অঞ্চলে শক্তিশালী ও অস্বাভাবিক স্রোত-ঢেউ হতে পারে। কিন্তু এ জন্য কাউকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হবে না।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,803FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles