গায়ানায় একটি স্কুল ছাত্রাবাসে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২০ শিশু নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
স্থানীয় সময় রোববার মধ্যরাতে আগুনের সূত্রপাত হলে ছাত্রাবাসে শিশুরা আটকা পড়ে।
দেশটির সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার রাতে মধ্যাঞ্চলীয় মাহদিয়া শহরের একটি স্কুলের ছাত্রাবাসে আগুনে ২০ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ইরফান আলী স্কুলে অগ্নিকাণ্ডের এই ঘটনাকে ‘বড় বিপর্যয়’ বলে অভিহিত করেছেন।
প্রেসিডেন্ট ইরফান আলি বলেছেন, ‘এটি একটি বড় বিপর্যয়। এটি ভয়াবহ, এটি বেদনাদায়ক।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা আগুনে অনেক সুন্দর আত্মা হারিয়েছি। আমরা এই শিশুদের, তাদের পরিবার এবং সম্প্রদায়ের সঙ্গে আমাদের প্রার্থনা অব্যাহত রাখতে চাই।
প্রেসিডেন্ট ইরফান বলেছেন, তিনি রাজধানী জর্জটাউনের দুটি বড় হাসপাতালে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, যাতে চিকিৎসার প্রয়োজন এমন প্রতিটি শিশুকে চিকিৎসা পাওয়ার সর্বোত্তম সুযোগ দেওয়া হয়। এ ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী রবসন বেন দুর্ঘটনাস্থলে রয়েছেন এবং প্রধানমন্ত্রী ও অন্যান্য সরকারি কর্মকর্তারা সেখানে যাচ্ছেন বলে জানা গেছে।
ওই অঞ্চলটি ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে। যে কারণে জর্জটাউন থেকে প্রায় ১২৪ মাইল দক্ষিণের মাহদিয়াতে বেসরকারি ও সামরিক বিমান পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
দেশটির সংসদের বিরোধীদলীয় সদস্য নাতাশা সিং-লুইস আগুনের কারণ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্যে, গায়ানা আট লাখ জনসংখ্যার একটি ছোট ইংরেজিভাষী দেশ এবং একটি সাবেক ডাচ ও ব্রিটিশ উপনিবেশ।