MYTV Live

এবার শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে সাকিব

চলতি বছরের জুনে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএলে) নিলাম অনুষ্ঠিত হবে। কিন্তু এর আগেই সরাসরি চুক্তিতে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে টেনেছে গল গ্ল্যাডিয়েটর্স।

গেল মাসে এলপিএল-এর প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের সাকিব, মুশফিকুর রহিম, লিটন দাস ও আফিফ হোসেনের নাম প্রকাশ করা হয়েছিল। সেখান থেকে সাকিবকে সরাসরি কিনে নিলো গল। যেখানে সাকিবের সঙ্গী হিসেবে আছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা ও ভানুকা রাজাপাকসে।

এলপিএল-এর খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১১ জুন। তার আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো তারকা খেলোয়াড়দের সরাসরি চুক্তিতে নিয়ে নিচ্ছে। সাকিব ছাড়াও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে সরাসরি দলে নিয়েছে ক্যান্ডি ফ্যালকনস।

এছাড়া দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলারকে দলে নিয়েছে জাফনা কিংস। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে দলে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। আর ম্যাথু ওয়েডকে ডাম্বুলা জায়ান্টস ও তাব্রাইজ শামসি দলে নিয়েছে ক্যান্ডি।

পাঁচটি দল নিয়ে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের চতুর্থ আসর মাঠে গড়াবে আগামী ৩০ জুলাই। চলবে ২০ আগস্ট পর্যন্ত। লিগে মোট ২৪টি ম্যাচ হবে। কলম্বোর আর. প্রেমাদাসা ও ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

এবারই প্রথম শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। তবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ থাকায়, লিগে সবগুলো ম্যাচ খেলতে পারবেন না বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। শুধু প্রথমদিকের কিছু ম্যাচ খেলতে পারবেন।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,868FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles