MYTV Live

পাকিস্তানে গ্যাস ও তেল খনিতে হামলা, ৪ পুলিশসহ নিহত ৬

উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি প্রাকৃতিক গ্যাস ও তেল উত্তোলন কেন্দ্রে সন্ত্রাসী হামলা হয়েছে। এই হামলায় চার পুলিশ এবং দুই ব্যক্তিগত রক্ষী নিহত হয়েছেন। মঙ্গলবার এই হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা ইরফান খান বলেন, আফগান সীমান্তের কাছে হাঙ্গু জেলায় এমওএল পাকিস্তান তেল ও গ্যাস কোম্পানির একটি কারখানায় জঙ্গি হামলা হয়েছিল। তবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

পুলিশ জানিয়েছে, জঙ্গিরা রকেট চালিত গ্রেনেডসহ ভারী অস্ত্র দিয়ে দুটি কূপ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইরফান খান জানান, এম-৮ কূপের নিরাপত্তারক্ষীরা সন্ত্রাসীদের আক্রমণ প্রতিহত করেছে কিন্তু এম-১০ কূপে এই হতাহতের ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, জঙ্গিরা পার্শ্ববর্তী উত্তর ওয়াজিরিস্তানে পালিয়ে যাওয়ার আগে গ্যাস পাওয়ার প্ল্যান্টের একটি সৌর বিদ্যুৎ কেন্দ্রও ক্ষতিগ্রস্ত করেছে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,805FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles