MYTV Live

বুকার পুরস্কার পেলেন বুলগেরিয়ান লেখক জর্জি গোসপোদিনভ

আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন বুলগেরিয়ান লেখক জর্জি গোসপোদিনভ। বুলগেরিয়ান ভাষায় লেখা তার ‘টাইম শেল্টার’ উপন্যাসের ইংরেজি অনুবাদ করেছেন অ্যাঞ্জেলা রোডেল।

এই প্রথম বুলগেরিয়ান সাহিত্যের কোনো উপন্যাস বুকার পুরস্কার পেল।

আন্তর্জাতিক বুকার পুরস্কারের প্রধান বিচারক লিইলা স্লিমানি টাইম শেল্টার বইটিকে ‘বিদ্রুপ এবং বিষাদপূর্ণ একটি উপন্যাস’ হিসেবে অভিহিত করেছেন। তিনি আরও বলেছেন, ‘সমসাময়িক প্রশ্ন এবং দার্শনিক প্রশ্নের অসাধারণ একটি কাজ এটি: যা জিজ্ঞেস করেছে আমাদের স্মৃতিভ্রম হলে কী হয়?’

পুরস্কার হিসেবে লেখক জর্জি গোসপোদানিভ এবং অ্যাঞ্জেলা রোদেলকে যৌথভাবে ৫০ হাজার ইউরো দেওয়া হয়েছে। প্রত্যেক বছরই বিশ্বের যেকোনো ভাষায় লেখা একজন লেখকের উপন্যাস বা ছোট গল্পকে সেরার পুরস্কার দেওয়া হয়। এছাড়া সঙ্গে একজন ইংরেজি অনুবাদককেও পুরস্কৃত করা হয়। তবে পুরস্কার পেতে অনুবাদ করা বইটি যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে।

টাইম শেল্টার বইটি বুলগেরিয়ান লেখক জর্জি গোসপোদানিভের ইংরেজিতে অনুবাদকৃত চতুর্থ বই। এই উপন্যাসটি শুরু হয়েছে ‘ক্লিনিক ফর দ্য পাস্ট’ নামক একটি ক্লিনিক খোলার ওপর। যেখানে স্মৃতিভ্রম হওয়া ব্যক্তিদের ভালো চিকিৎসা দেওয়া হয়। ক্লিনিকটির সুখ্যাতি চারপাশে ছড়িয়ে পড়লে অনেক বিত্তশালী মানুষ ‘আধুনিক বিশ্বের ভয়াবহতা’ থেকে বাঁচতে এখানে ভীড় জমানো শুরু করেন। এই ক্লিনিকে যারা আসেন তাদের প্রত্যেকের পুরনো দিনের বড় ও ছোট-খাটো সব স্মৃতি মনে পড়ে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,804FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles