বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। প্রতিদিন প্রায় কয়েক কোটি মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ গ্রাহকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আনছে।
সম্প্রতি চ্যাট লক, মেসেজ এডিটসহ অনেকগুলো ফিচার যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। এবার স্ক্রিন শেয়ার এবং স্ট্যাটাস আর্কাইভের সুবিধা আনছেে এই ম্যাসেজ প্ল্যাটফর্মটি।
স্ক্রিন শেয়ারিং ফিচার ব্যবহার করে ভিডিও কলের অন্য পাশে থাকা ব্যক্তিকে স্ক্রিন দেখানো যাবে।
সংবাদমাধ্যম ওয়েবেটা ইনফো জানায়, স্ক্রিন শেয়ারিংয়ের জন্য আলাদা একটি বাটন যুক্ত হবে ভিডিও কলে। বাটনটিতে আইকন হিসেবে থাকবে ‘ফোনের মধ্যে অ্যারো চিহ্ন’।
সেখানে ক্লিক করলেই একটি প্রম্পট আসবে। রেকর্ডিং শুরু করা হবে কি না, সে বিষয়ে জানতে চাইবে হোয়াটসঅ্যাপ। স্টার্ট নাউ বাটনে ক্লিক করলেই চালু হবে স্ক্রিন শেয়ারিং। অফিশিয়াল কাজকর্ম বা অনলাইন ক্লাসে কিছু শিখতে গেলে এই ফিচার কাজে লাগে।
অন্যদিকে স্ট্যাটাস আর্কাইভ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আগের স্ট্যাটাসের আপডেট পুনরায় শেয়ার করতে পারবেন।
ওয়েবেটা ইনফো নতুন ফিচারের একটি স্ক্রিনশট শেয়ার করেছে। যেখানে দেখা গেছে এটি চালু হওয়ার পর স্ট্যাটাস ট্যাবে একটি নোটিফিকেশন প্রদর্শিত হবে। যা ব্যবহারকারীদের অ্যাকাউন্টের জন্য স্ট্যাটাস আর্কাইভ হয়েছে কিনা সেই বিষয়টি নিশ্চিত করবে।
ফিচারটি সক্রিয় হলে অ্যাপ স্ক্রিনে ‘ইওর স্ট্যাটাস আপডেটস উইল বি আর্কাইভ অন ইওর ডিভাইস আফটার ২৪ আওয়ার্স’ লেখাটি ভেসে উঠবে।
আপাতত অ্যানড্রয়েড ফিচার দুটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ব্যবহারকারীদের কাছে ফিচারটি পৌঁছে যাবে।