MYTV Live

পিএসজি ছাড়ছেন মেসি

এক ম্যাচ হাতে রেখেই লিগ ওয়ানের শিরোপা জয় নিশ্চিত করে ফেলেছে পিএসজি। তাই শুক্রবার রাত ১টায় ক্লেরমন্ট ফুটের বিপক্ষে পিএসজির ম্যাচটি নিয়মরক্ষার। এই নিয়মরক্ষার ম্যাচটিই পিএসজির জার্সিতে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির শেষ ম্যাচ।

বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কোচ ক্রিস্টাফ গালতিয়ের।

বৃহস্পতিবার গালতিয়ের সাংবাদিকদের জানান, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলায়াড়টিকে কোচিং করার সৌভাগ্য হয়েছে আমার। ক্লেরমন্ট ফুটের বিপক্ষে ম্যাচটি পিএসজিতে ও পার্ক দ্য প্রিন্সেসে মেসির শেষ ম্যাচ। আমি আশাবাদী, সে উষ্ণ অভ্যর্থনাই পাবে।

তবে পিএসজি ছাড়লেও মেসির পরবর্তি গন্তব্য এখনো অজানা। কারণ মেসিকে পেতে চায় সৌদি আরবের ক্লাব আল-হিলাল, বার্সেলোনা ও ইন্টার মিয়ামি। তবে এদের মধ্যে মেসিকে পেতে মরিয়া সৌদি ক্লাব, আর তাই আগেই মেসিকে দিয়ে রেখেছে লোভনীয় অফার।

ফলে মেসির পরবর্তি গন্তব্য কোথায় তা জানতে ফুটবলপ্রেমিদের অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,868FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles