MYTV Live

ভেনেজুয়েলায় একটি পরিত্যক্ত সোনার খনি বৃষ্টির পানিতে প্লাবিত, নিহত ১২

ভেনেজুয়েলায় একটি পরিত্যক্ত সোনার খনি বৃষ্টির পানিতে প্লাবিত হওয়ায় ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে গত বুধবার এ ঘটনা ঘটে।

ভেনেজুয়েলার এল ক্যালাও শহরের কর্মকর্তারা জানান, গত শুক্রবার পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর সাতজনের মরদেহ শনিবার উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ওই সাতজন শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন উল্লেখ করে এল ক্যালাও শহরের নিরাপত্তাবিষয়ক সচিব জেনারেল এডগার কোলিনা রেয়েস টেলিফোনে এএফপিকে বলেন, ‘আমরা ১২ জনের মরদেহ পেয়েছি। তাঁরা অনেক আগে বন্ধ হয়ে যাওয়া একটি খনিতে ঢুকেছিলেন।’

এর আগে ২০২১ সালে একই সোনার খনির একটি অংশ ধসে পড়ায় ১ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় আহত হয়েছিলেন ৩৪ জন।

দেশটির কর্তৃপক্ষ বৈধ ও অবৈধ খনি পরিদর্শন করে। তবে প্রায়ই খনিতে দুর্ঘটনা ঘটে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,868FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles