MYTV Live

আফগানিস্তানের একটি স্কুলে বিষক্রিয়ায় ৮০ ছাত্রী হাসপাতালে ভর্তি

আফগানিস্তানের একটি স্কুলে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে ৮০ ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির একজন শিক্ষা কর্মকর্তা।

আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি স্কুলে এই ঘটনা ঘটেছে। এর আগে প্রতিবেশী দেশ ইরানেও মেয়েদের স্কুলে একই ধরনের বিষাক্ত হামলার ঘটনা ঘটেছিল।

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলে বিষক্রিয়ার শিকার হওয়ার পর প্রায় ৬০ আফগান মেয়ে শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দেশটির পুলিশ সোমবার জানিয়েছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলে সার-ই পোল প্রদেশের একটি বালিকা বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে।

শিক্ষার প্রাদেশিক বিভাগের পরিচালক মোহাম্মদ রহমানি বলেছেন, সাংচরক জেলায় প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের মধ্যে বিষক্রিয়ার ঘটনা ঘটে। তিনি বলেন, নাসওয়ান-ই-কাবোদ আব স্কুলের ৬০ জন এবং নাসওয়ান-ই-ফৈজাবাদ স্কুলের আরো ১৭ জন শিশুকে বিষ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘দুটি প্রাথমিক বিদ্যালয়ই কাছাকাছি অবস্থিত এবং একে একে স্কুলগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। আমরা শিক্ষার্থীদের হাসপাতালে স্থানান্তরিত করেছি এবং এখন তারা সবাই ভালো আছে।’

তিনি আরো বলেন, তদন্ত চলমান রয়েছে এবং প্রাথমিক তদন্তে জানা গেছে, এই কাণ্ড ঘটানোর জন্য কেউ তৃতীয় পক্ষকে অর্থ দিয়েছে। রাহমানি বিস্তারিতভাবে আর কিছু বলেননি।

এর আগে বিদেশি-সমর্থিত সরকারের সময়ও আফগানিস্তানে মেয়েদের স্কুলে সন্দেহভাজন গ্যাস হামলাসহ বেশ কয়েকটি বিষক্রিয়ার ঘটনা ঘটেছিল।

তবে তালেবান প্রশাসন ২০২১ সালে ক্ষমতা দখলে নেওয়ার পর থেকে এই ধরনের ঘটনা এবারই প্রথম ঘটল বলে মনে করা হচ্ছে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,868FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles