MYTV Live

হাইতিতে ভূমিকম্প, নিহত ৩

উত্তর আটলান্টিক মহাসাগরের দেশ হাইতিতে ভূমিকম্পে তিনজনের মৃত্যু হয়েছে। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার সকালে হাইতির গ্র্যান্ড’আনসেতে ৪ দশমিক ৯ মাত্রার মাঝারি ভূমিকম্পটি আঘাত হানে। যা রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ৩০০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল।

গ্র্যান্ড’আনসের নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান ক্রিস্টিন মনকেলে বলেছেন, এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, ‘তারা একই পরিবারের সদস্য এবং বাড়ি ধসে যাওয়ায় তাদের মৃত্যু হয়। সিভিল প্রোটেকশন এজেন্সিও ২৮ জন আহত হওয়ার কথা বলেছে। আরো অনুসন্ধান চলছে।

গত কয়েকদিনের অতিবৃষ্টি ও ভূমিধসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে হাইতির জনজীবন। এরমাঝেই দেশটিতে আঘাত হানল ভূমিকম্প।

বৃষ্টি ও ভূমিকম্পের কারণে ইতোমধ্যে হাইতিতে প্রাণ গেছে ৪২ জনের। এছাড়া বাস্তুহারা হয়েছেন কয়েক হাজার মানুষ।

হাইতিতে দুই বছর আগে ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,869FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles