MYTV Live

জোড়া সেঞ্চুরিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দারুণ শুরু অস্ট্রেলিয়ার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দারুণ শুরু করল অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ আর ট্রাভিস হেডের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৬৯ রান সংগ্রহ করেছে অজিরা।

নিরপেক্ষ ভেন্যু ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৭৬ রানের ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অজিরা। সেখান থেকে দুর্দান্ত এক প্রতিরোধ গড়েন স্টিভেন স্মিথ ও ত্রাভিস হেড। ফলে আর কোনো উইকেট না হারিয়ে ৩২৭ রান তুলে প্রথম দিন শেষ করেন।

দ্বিতীয় দিনও দারুণ শুরু করেন এই দুই অস্ট্রেলিয়ান ব্যাটার। চতুর্থ উইকেট জুটিতে ২৮৫ রান যোগ করেন। এরপর হেড ২৫টি চার ও ১ ছক্কায় ১৬৩ রান করে আউট হন। আর স্মিথ আউট হন ১৯ চারে ১২১ রান করে। তাদের পর আলেক্স ক্যারি ৭ চার ও ১ ছক্কায় ৪৮ রানের ক্যামিও ইনিংস খেলেন। এরপর অবশ্য আর কেউ সুবিধা করতে পারেননি। তাতে ১২১.৩ ওভারে ৪৬৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

বল হাতে ভারতের মোহাম্মদ সিরাজ ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন মোহাম্মদ শামি ও শার্দুল ঠাকুর। ১টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,869FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles