ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অ্যানেসি শহরে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন আহত হয়েছে, যাদের মধ্যে আটজনই শিশু। শিশুদের মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।
এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এরই মধ্যে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ বলছে, হামলায় মোট নয়জন আহত হয়েছে। তাদের মধ্যে আটজন শিশু ও একজন প্রাপ্ত বয়স্ক। আহত শিশুদের সবার বয়সই প্রায় তিন বছর।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আল্পসের একটি শহরে বৃহস্পতিবার ছুরি নিয়ে এক হামলাকারী শিশু ও প্রাপ্তবয়স্কদের আঘাত করে।
স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, অ্যানেসির লেকসাইড শহরের একটি চত্বরে এ হামলার ঘটনা ঘটে।একটি ছোট টুইট বার্তায় তিনি বলেন, ‘পুলিশ হামলাকারীকে আটক করেছে। এতে শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছে। তিনি এ ঘটনা দ্রুত পদক্ষেপ নেওয়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি আরও জানান, যে শহরে এ ঘটনা ঘটেছে, তা সুইস সীমান্ত থেকে বেশি দূরে নয়।
এদিকে, হামলার ঘটনায় এক মিনিট নীরবতা পালন করেছে ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলি।
নাম না প্রকাশের শর্তে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালায়ের এক কর্মকর্তা বলেন, বর্তমান পরিস্থিতি সম্পর্কে কথা বলার অনুমতি আমার নেই। তবে এ ঘটনায় আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি আরও বলেন, কী কারণে বা কোন উদ্দেশ্যে এ হামলা করা হয়েছে, তা সম্পর্কে এখনো জানা যায়নি। বিস্তারিত তথ্য সংগ্রহে ঘটনাস্থলে তদন্ত ও গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।