MYTV Live

বসুন্ধরায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠানের এমডি-চেয়ারম্যান গ্রেপ্তার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসায় পোকামাকড় মারার কীটনাশকের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠান ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের এমডি ও চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে চেয়ারম্যান আশরাফ ও এমডি ফরহাদকে গ্রেপ্তার করা হয়। বেলা ১২টার দিকে গোয়েন্দা লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠানের টিটু মোল্লা নামের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর মঙ্গলবার সকালে টিটুকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে ভাটারা থানা পুলিশ। এ সময় আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ‘তেলাপোকা মারার ওষুধের’ বিষক্রিয়ায় গত ২ জুন ব্যবসায়ী মোবারক হোসেন তুষারের দুই ছেলে শাহিল মোবারত জায়ান (৯) ও শায়েন মোবারত জাহিনের (১৫) মৃত্যু হয়। মোবারক হোসেন ঢাকা রয়েল ক্লাব লিমিটেডের (উত্তরা) প্রতিষ্ঠাতা সভাপতি। পরিবার নিয়ে তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন। এ ঘটনায় তিনি সোমবার তিনজনকে আসামি করে ভাটারা থানায় একটি মামলা করেন।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,868FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles