MYTV Live

সিলেটে দুর্ঘটনায় আরেক শ্রমিকের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ১৫

সিলেটের দক্ষিণ সুরমার নাজির বাজারে ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত বাদশা মিয়া (২২) নামে আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা ১৫ জনে গিয়ে দাঁড়াল।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ।

বাদশা সুনামগঞ্জের দিরাদ উপজেলার ভাটিপাড়া গ্রামের দাসহাটির সায়েদ নূরের ছেলে। এর আগে ওই দুর্ঘটনায় সায়েদ নুর ঘটনাস্থলেই মারা যান।

পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে বাদশা মিয়ার মৃত্যু হয়েছে।’

ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে একটি বাড়ির ঢালাইয়ের কাজ করতে ৩০ জন নির্মাণ শ্রমিক বুধবার ভোরে সিলেট থেকে একটি পিকআপ ভ্যানে করে রওনা দেন। পিকআপটি ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজারের কুতুবপুরে পৌঁছলে বিপরীতমুখী বালু বহনকারী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং পিকআপ ভ্যানটি রাস্তায় উল্টে যায়। রাস্তায় এবং পাশের ঝোপঝাড়ে ছিটকে পড়েন শ্রমিকরা। দুর্ঘটনাস্থলেই মারা যান ১১ জন। হাসপাতালে আনার পর মারা যান আরো ৩ জন।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,868FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles