অনেক সময় বাসা-বাড়িতে তালার চাবি খুঁজে পাওয়া যায় না। ফলে তখন কোন উপায় না পেয়ে ভেঙে ফেলতে হয় তালা। তবে উপায় জানলে চাবি ছাড়াই ওই ছোট তালা খুলে ফেলা যায়।
জেনে নেয়া যাক চাবি ছাড়া তালা খোলার পদ্ধতি।
• প্রথমে দিয়াশলাই কাঠিগুলোর মাথা থেকে বারুদ ছাড়িয়ে একটি কাগজের মধ্যে রাখতে হবে।
• কাগজ থেকে সেই বারুদ আস্তে আস্তে তালার ফুটোর মধ্যে ঢেলে দিতে হবে।
• এবার চাবি ঢোকানোর ওই ফুটোর মধ্যে বারুদসহ একটি দিয়াশলাই কাঠি গুঁজে দিতে হবে। মনে রাখতে হবে, দিয়াশলাই কাঠির বারুদের অংশটি থাকবে বাইরের দিকে।
• এরপর দিয়াশলাই কাঠিটির বারুদে আগুন দিতে হবে। বারুদ জ্বলে যাওয়ার পরে আগুন আস্তে আস্তে কাঠির নিচের দিকে ছড়িয়ে পড়বে। এবং শেষে আগুনটি গিয়ে তালার ভেতরে গুঁড়ো বারুদের অংশে পৌঁছবে।
• এই সময়ে তালা থেকে নিরাপদ দূরত্বে থাকাই ভালো। কারণ হাল্কা বিস্ফোরণ হতে পারে তালার মধ্যে।
আর এই বিস্ফোরণের পরেই চাবি ছাড়াই তালাটি খুলে যাবে।