MYTV Live

গুগল ম্যপে নিজের বাড়ি বা প্রতিষ্ঠানের লোকেশন যুক্ত করবেন যেভাবে

বিশ্বের কোনো শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয়, গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপের কল্যানে। ঘরে বসেই গুগল ম্যাপের মাধ্যমে ঘুরে আসা যায় বিশ্বের বিভিন্ন স্থান।

নিজের বাড়ি, দোকান কিংবা প্রতিষ্ঠানের লোকেশনও গুগল ম্যাপে যুক্ত করা যায় খুব সহজেই। নিচে গুগল ম্যপে নিজের বাড়ি, দোকান বা প্রতিষ্ঠান যুক্ত করার পদ্ধতি দেয়া হলো –

* প্রথমে মোবাইল ফোনে গুগল ম্যাপ অ্যাপটিতে সাইন ইন করতে হবে।

* এরপর কন্ট্রিবিউশন অপশন থেকে মিসিং প্লেস অপশনটিতে ক্লিক করতে হবে।

* পরবর্তীতে উপরে নামের ঘরে বাড়ির নামটি দিতে হবে।

* পরে চাইলে বাড়ির ছবি যুক্ত করা যেতে পারে।

* শেষে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে সাবমিট করতে হবে।

সবশেষ লোকেশনটি ম্যাপে যুক্ত করার জন্য উপরের সেন্ড আইকনে ক্লিক করতে হবে। এরপর একটি মেইলে জানিয়ে দেওয়া হবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার অ্যাড্রেসটি রিভিউ করে গুগল ম্যাপে যুক্ত করা হবে। যদিও ২৪ ঘণ্টার আগেই অ্যাড্রেসটি গুগল ম্যাপে যুক্ত হয়ে যাবে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,868FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles