রাশিয়ার অভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়ে দক্ষিণাঞ্চলে ইউক্রেনের সেনারা প্রবেশ করেছে বলে দাবি করেছেন দেশটির জেনারেলরা। তবে রাশিয়ার দখল থেকে উদ্ধার করা এলাকার আয়তন ছোট হলেও একে খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন কর্মকর্তারা।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর উপদেষ্টা ইউরি শাক জানান, সৈন্যরা রাশিয়ার প্রতিরক্ষা ব্যূহ ভেদ করেছে। এটা সত্যি। অল্প অল্প করে হলেও আমরা সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি।
দক্ষিণাঞ্চলের যুদ্ধক্ষেত্রে দায়িত্বরত শীর্ষ জেনারেলদের একজন ওলেকসান্ডার তার্নাভাস্কি। তিনি ব্রিটেনভিত্তিক দ্য অবজারভার পত্রিকাকে বলেন, আমরা এখন রাশিয়ার প্রথম আর দ্বিতীয় প্রতিরক্ষা লাইনের ভেতরে আছি।
তিনি জানিয়েছেন, রাশিয়ার বাহিনী সম্ভবত ৬০ শতাংশ শ্রম ও অর্থ প্রথম প্রতিরক্ষামূলক লাইন তৈরিতে এবং মাত্র ২০ শতাংশ করে দ্বিতীয় ও তৃতীয় লাইন তৈরিতে ব্যয় করেছে। কারণ মস্কো আশা করেনি যে ইউক্রেনীয় বাহিনী প্রথম প্রতিরক্ষা লাইন অতিক্রম করতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, ‘আমরা এখন প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষামূলক লাইনের মধ্যে আছি। আক্রমণের কেন্দ্রস্থলে আমরা এখন শত্রুর সেই ইউনিটগুলো সম্পূর্ণ ধ্বংস করছি যেগুলি তাদের দ্বিতীয় প্রতিরক্ষামূলক লাইনের পিছনে রুশ পশ্চাদপসরণ করার জন্য সুরক্ষা দেয়।’
অলেক্সান্ডার জানান, একটি বিস্তীর্ণ মাইনফিল্ড ইউক্রেনীয় সেনাদের গতি কয়েক সপ্তাহ থামিয়ে রেখেছিল। কারণ পদাতিক বাহিনী ধীরে ধীরে পায়ে হেঁটে আক্রমণের পথ পরিষ্কার করেছিল। এর পিছনে রাশিয়ার সেনা ‘শুধু দাঁড়িয়ে ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য অপেক্ষা করছিল।’