মিয়ানমারের ক্ষমতাচ্যুত বন্দি নেত্রী অং সান সু চি অসুস্থ হয়ে পড়েছেন। তাকে দেখার জন্য বাইরে থেকে চিকিৎসক আনার অনুরোধ প্রত্যাখ্যান করেছে দেশটির জান্তা সরকার। কারাগারের চিকিৎসকের অধীনে চিকিৎসা চলছে ৭৮ বছর বয়সী এই নোবেলজয়ীর।
সংশ্লিষ্ট সূত্র এবং সু চির প্রতি অনুগত ছায়া সরকার মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
সূত্র জানান, ‘তাঁর (সু চির) দাঁতের মাড়ি ফুলে গেছে। তিনি ভালোভাবে খেতে পারছেন না। এছাড়া তাঁর মাথা ঝিমঝিম করার সমস্যাও আছে, সেই সঙ্গে আছে বমি বমি ভাব।’
বিষয়টি বেশ সংবেদনশীল হওয়ায় গ্রেপ্তারের ভয়ে নিজের পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন ওই সূত্রটি।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানে সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর তার বিরুদ্ধে করা বিভিন্ন মামলায় এ পর্যন্ত মোট ১৯টি অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে। এসব অপরাধের দায়ে তার মোট ৩৩ বছরের কারাদণ্ড হয়।