MYTV Live

মোরসালিনের গোলে আফগানিস্তানের সিরিজ ড্র করলো বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় তথা শেষ ফিফা প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ম্যাচের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। এর আগে প্রথম ম্যাচটি গোল শূণ্য ড্র করে দুই দল। এর ফলে ঘরের মাঠে আফগানদের কাছে কখনো না হারার রেকর্ডটা ধরে রেখেছে লাল-সবুজ জার্সিধারীরা।

বৃহস্পতিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের শুরুতেই বল দখলের লড়াই থেকে উত্তেজনা ছড়িয়েছিল ডাগ আউটে। এর জেরে আফগানিস্তানের প্রধান কোচ আবদুল্লাহ আল মুতাইরি এবং বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুনকে লাল কার্ড দেখতে হয়েছে।

শুরুতে এলোমেলো ফুটবল খেললেও ষষ্ঠ মিনিটে ফ্রি কিকের সুযোগ পায় বাংলাদেশ। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি জামাল ভূঁইয়ারা। ম্যাচটির ১৭তম মিনিটে বল দখলের লড়াই থেকে দুই দলের ফুটবলারদের মাঝে উত্তেজনা ছড়ায়।

ডাগ আউটে থাকা আফগান কোচ তেড়ে যান বাংলাদেশ শিবিরের দিকে। উভয় পক্ষের কথা-কাটাকাটির পর রেফারি দেখান লাল কার্ড।

বিরতির আগমুহূর্তে দারুণ সুযোগ পেয়েও ডি বক্স থেকে গোল করতে পারেননি অধিনায়ক জামাল। ফলে গোল শূণ্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। বিরতি থেকে ফিরেই ৫২ মিনিটে বাংলাদেশের জালে বল পাঠিয়ে দেন আফগানিস্তানের জাবের সারজা। ওমিদ পোপালজায়ের কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে তিনি দলকে এগিয়ে দেন।

পিছিয়ে পরে গোল শোধে মরিয়া হয়ে উঠে বাংলাদেশি ফুটবলাররা। ফলে ৬২ মিনিটে গোল পায় বাংলাদেশ। এসময় মাঝমাঠের কাছাকাছি থেকে বিশ্বনাথ ঘোষকে বল দেন রাকিব। ডি বক্সের ডান প্রান্ত থেকে ক্রস পেয়ে স্কোরলাইনে সমতা ফেরান মোরসালিন।

৬৮ মিনিটে রাকিবের ক্রসে বল পেয়েও গোল করতে পারেননি জামাল। এক ডিফেন্ডার ফেরানোর পর জামালের ফিরতি শট গিয়ে সেই ডিফেন্ডারের হাতে লাগে। কিন্তু রেফারি খেয়াল না করায় পেনাল্টি পায়নি বাংলাদেশ।

এরপর ১০ মিনিট পরই রাকিবের কাটব্যাকে ঠিকঠাক পা লাগাতে পারেননি মোরসালিন। ৮৪ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে তপু বর্মনের হেড ঝাঁপিয়ে ফিরিয়ে দেন আফগান গোলরক্ষক। ফলে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,868FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles