এশিয়া কাপের মাঝপথেই ঢাকায় ফিরে আসার কথা ছিল মুশফিকুর রহিমের। পারিবারিক কারণেই তার ফেরার কথা ছিল। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষেই তিনি ঢাকায় ফিরে এসেছেন। তবে, মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরে এসেছেন অধিনায়ক সাকিব আল হাসানও।
বিসিবি সূত্রে জানা গেছে, দুজনই ১৩ সেপ্টেম্বর ফের শ্রীলঙ্কায় গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে ১৫ সেপ্টেম্বর মাঠে নামবে বাংলাদেশ। যদিও শ্রীলঙ্কার কাছে গতকালের পরাজয়ে টাইগারদের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেছে বললেই চলে।
মুশফিকের দেশে ফেরার খবরটি আগেই গণমাধ্যমে এসেছিল। দ্বিতীয়বার বাবা হতে যাচ্ছেন ‘মি. ডিপেন্ডেবল’। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই মুশফিক দেশে ফেরার চিন্তা করছেন।
কিন্তু অধিনায়ক সকিবের দেশে ফেরার খবরটি আচমকাই এসেছে। বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, সাকিব ব্যক্তিগত কাজে ছুটি নিয়ে দেশে ফিরেছেন।
এদিকে, ভারত ম্যাচের আগে তিন দিনের ছুটি ঘোষণা করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই তিন দিন দল মাঠে কোনো অনুশীলন করবে না। জিম-সুইমিং করেই পার করবেন টাইগাররা। যাদের চোট আছে, প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের কাজ করবেন তারা।