MYTV Live

হিলিতে রেলপথ বন্ধ করে মানববন্ধন; সোয়া এক ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক

হিলি রেলস্টেশনের আধুনিকায়ন ও সকল ট্রেনের যাত্রাবিরতিসহ ভারতীয় পণ্যবাহী ট্রেন খালাসের দাবিতে দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন হিলিবাসী।

এসময় সকাল ১০টা ১৫ মিনিটে রাজশাহী থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে আসা তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ১ ঘণ্টা ২০ মিনিট অবরোধ করে রাখেন স্থানীয়রা। এতে উত্তরবঙ্গের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে রেল কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন তারা।

রেলপথ অবরোধ ও মানববন্ধনে অংশ নেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, হিলি নাগরিক কমিটি, শিক্ষার্থীসহ স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা হিলিবাসী অবহেলিত। সরকারকে প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব দিয়ে থাকি। কিন্তু আমাদের হিলির কোন উন্নয়ন নেই। আমাদের এই রেলস্টেশনের উপর দিয়ে ঢাকাগামী সকল ট্রেন যাতায়াত করে। কোন স্টপেজ নেই। আমরা হিলি রেলস্টেশনের আধুনিকায়ন সহ সকল ট্রেনের যাত্রাবিরতি চাই।

আগামী এক মাসের মধ্যে রেলওয়ে স্টেশনটির আধুনিকায়ন, ঢাকাগামী ট্রেনের স্টপেজ ও ভারত থেকে আমদানি করা পণ্য খালাস কার্যক্রমের অনুমতি না দিলে অনির্দিষ্টকালের জন্য রেলপথ অবরোধ করার ঘোষণা দেন স্থানীয়রা।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,868FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles