ভোলায় নসিমন উল্টে মো. আল আমিন (৩৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরো পাঁচজন শ্রমিক গুরুতর আহত হন।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের শরীফ মো. রুহুল আমিনের ছেলে। আহতরা হলেন- মঞ্জুর আলম, আজিজ, মো. বাবুল, নুরউদ্দিন ও আব্দুল। তাদের সবার বাড়ি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে।
জানা গেছে, ঢালাই মেশিনসহ একটি নসিমন নিয়ে শিবপুর থেকে দৌলতখান উপজেলার দলি খায়েরহাট যাচ্ছিলেন ১০/১২ জন শ্রমিক। বাংলাবাজার ব্রিজ এলাকায় পৌঁছালে নসিমনটি উল্টে ছয়জন শ্রমিক গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আল আমিন মারা যান। এছাড়াও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
ভোলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. লিটন আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে।
দৌলতখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল জানান, সকালে নসিমন গাড়িটি বাংলাবাজার এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে একজনের মৃত্যু হয়। ঘটনাস্থল যেহেতু ভোলা সদর ও দৌলতখান থানার সীমান্তবর্তী এলাকা- তাই ঘটনাস্থল নির্ধারণ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।