MYTV Live

২৪তম গ্র্যান্ড স্লাম জিতে ৫০ বছর অক্ষত থাকা রেকর্ডে ভাগ বসালেন জোকোভিচ

আলকারাজকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পরই দানিল মেদভেদেভ ঘোষণা করেছিলেন, জকোভিচকে এত সহজে জিততে দেবেন না। অপরদিকে জোকারের সামনে ছিল গত বছর ফাইনালে মেদভেদেভের কাছে হেরে যাওয়ার প্রতিশোধ নেওয়ার পালা, সাথে রেকর্ড ছোঁয়ার হাতছানি।

সোমবার ভোরে রাশিয়ার দানিল মেদভেদেভকে সরাসরি ৩-০ সেটে ২৪তম গ্র্যান্ড স্লাম জিতেছেন ‘জোকার’। ফলে ৫০ বছর অক্ষত থাকা মার্গারেট কোর্টের এককভাবে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ভাগ বসালেন জোকো।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফাইনালে শুধু দ্বিতীয় সেট ছাড়া জোকোভিচের বিপক্ষে তেমন কোন প্রতিদ্বন্দ্বিতাই তৈরি করতে পারলেন না মেদভেদেভ।

প্রথম সেটে জকোভিচ ৬-৩ গেমের অনায়াস জয় পেলেও দ্বিতীয় সেটে অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তোলেন মেদভেদেভ। সেটটির স্থায়িত্ব হয় ১ ঘণ্টা ৪৪ মিনিট। তাতে ৭-৬(৭-৫) গেমে জিতেছেন জোকার।

তৃতীয় সেটে আবারও ৬-৩ গেমে রাশিয়ান তারকাকে উড়িয়ে দিয়ে নিজের ২৪ তম গ্র্যান্ড স্লাম নিশ্চিত করেন জকোভিচ।

২৪তম গ্র্যান্ড স্লাম নিশ্চিত করার পর ধীরপায়ে জোকোভিচ এগিয়ে যান প্রতিপক্ষ মেদভেদেভের দিকে। প্রতিপক্ষের সঙ্গে হাস্যোজ্জ্বল শুভেচ্ছা বিনিময়ের পর দুই হাত ওপরে তুলে র‍্যাকেট ছুড়ে দিয়ে শুরু করেন উদ্‌যাপন।

রেকর্ড গড়া এই জয়ের পর জোকোভিচ বলেন, ‘এটা আমার কাছে পৃথিবীর সবকিছু। আমি সত্যিই আমার শৈশব স্বপ্নের ভেতর আছি। যখন আমি স্বপ্ন দেখেছিলাম এই খেলাটির সর্বোচ্চ চূড়ায় ওঠার লড়াই করার। এ জন্য আমাকে ও আমার পরিবারকে অনেক কঠিন সময়ও পার করতে হয়েছিল।’

Related Articles

Stay Connected

22,878FansLike
3,868FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles