MYTV Live

লিবিয়ায় বন্যায় প্রাণহানি ছাড়িয়েছে ৩ হাজার

ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও তার প্রভাবে প্রবল ঝড়ো হাওয়া-বর্ষণ-বন্যা-জলোচ্ছ্বাসে লিবিয়ার উপকূলীয় শহর দেরনা ও তার আশপাশের বিভিন্ন এলাকায় নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজারে পৌঁছেছে। পূর্ব লিবিয়ার স্বঘোষিত সরকারের রাজধানী বেনগাজি থেকে নিশ্চিত করা হয়েছে এই তথ্য।

সোমবার ঘূর্ণিঝড় ড্যানিয়েল পূর্ব লিবিয়ায় আঘাত হানে। এর ফলে ওয়াদি দেরনা নদীর দুটি বাঁধ ফেটে যায় এবং দেরনা অঞ্চল প্লাবিত হয়। ফলে দারনাসহ অন্যান্য উপকূলীয় শহরগুলোতে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজারে পৌঁছেছে।

পূর্ব লিবিয়ার স্বঘোষিত সরকারের রাজধানী বেনগাজি থেকে নিশ্চিত করা হয়েছে এই তথ্য।

প্রবল পানির তোড়ে অ্যাপার্টমেন্ট ব্লকগুলি আংশিকভাবে ধসে গেছে এবং সমুদ্রের পাশের একটি সেতু ভেসে গেছে। এই প্রাকৃতিক দুর্যোগে কতজন লোক নিখোঁজ রয়েছে তা এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এই সংখ্যা পাঁচ থেকে ১০ হাজার হতে পারে।

বৈশ্বিক মানবিক সহায়তা সংস্থা রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট সোসাইটির লিবিয়া শাখার প্রধান তামের রমজান জানান, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, ঝড়ের পর থেকে এখনও দেরনা ও তার আশপাশের এলাকায় এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১০ হাজার জন। তাছাড়া এ ঘটনায় বাস্তুচ্যুত হয়েছে ২০ হাজার।

সেখানের স্বাস্থ্যমন্ত্রী ওসমান আবদুলজালিল বলেছেন, এই অঞ্চলের পরিস্থিতি বিপর্যয়কর। অনেক জায়গায় এখনো মরদেহ পড়ে রয়েছে। হাসপাতালগুলো মরদেহে পূর্ণ হয়ে গেছে। এমন অনেক জায়গায় আছে যেখানে এখনো পৌঁছানো সম্ভব হয়নি।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,869FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles