MYTV Live

ভারতের বিপক্ষে শেষ ম্যাচে খেলবেন না মুশফিক

চলতি এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। ভারতের বিপক্ষে জিতলেও ফাইনালের ওঠার কোনো সম্ভাবনা নেই টাইগারদের। তাই এবারের এশিয়া কাপে ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি এখন শুধুমাত্র নিয়মরক্ষার। আর এই নিয়মরক্ষার ম্যাচটিতে খেলবেন না বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম।

বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির বার্তায় ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘মুশফিক আমাদের জানিয়েছে, তার স্ত্রী এখনও সুস্থ হওয়ার প্রক্রিয়ায় আছে। সেজন্য তার স্ত্রী ও সন্তানের পাশে থাকা দরকার। আমরা তার বিষয়টি বুঝতে পারছি। সেজন্য তাকে শেষ ম্যাচ খেলানো থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

সম্প্রতি মুশফিকুর রহিম দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। এসময় স্ত্রী’র পাশে থাকতে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচ খেলে দেশে ফিরে আসেন। শেষ ম্যাচের আগে ফাঁকা সময় থাকায় আবার কলম্বোয় ফিরতে চেয়েছিলেন তিনি।

কিন্তু পরিবারের পাশে থাকতে চেয়ে বিসিবির কাছে ছুটি বাড়ানোর আবেদন করলে বোর্ড তা মঞ্জুর করেছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মুশফিক তার নবজাতক ও পরিবারের পাশে থাকতে ছুটি বাড়ানোর আবেদন করায় তার ছুটি বাড়ানো হয়েছে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,868FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles