ভারতের রাজস্থানে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে রাজস্থানের ভারতপুরের জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বাসটি রাজস্থানের পুষ্কর থেকে উত্তর প্রদেশের বৃন্দাবনের দিকে যাচ্ছিল।
বাসের বেঁচে যাওয়া এক যাত্রী জানান, তেল ফুরিয়ে যাওয়ায় সড়কে একটি সেতুর ওপর থেমে গিয়েছিল বাসটি। চালক ও কয়েকজন যাত্রী বাসটির পেছনের দিকে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় দ্রুত গতিতে আসা ট্রাকটি ধাক্কা দেয়।
পুলিশ জানায়, এতে ঘটনাস্থলেই ১১ জন মারা যান। তাদের মধ্যে পাঁচজন পুরুষ এবং ছয়জন নারী।
ভারতপুরের পুলিশ সুপার (এসপি) মৃদুল কাচাওয়া বলেন, বাসটি হাইওয়েতে দাঁড়িয়ে ছিল। দুর্ঘটনার সময় কিছু যাত্রী বাসে ছিলেন এবং কিছু যাত্রী বাইরে দাঁড়িয়ে ছিলেন।
এই ঘটনায় শোক প্রকাশ করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ‘গুজরাট থেকে আসা একটি বাস এবং ভরতপুরে একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন উপস্থিত রয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সব মৃতের আত্মার শান্তি এবং পরিবারকে সাহস দেওয়ার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। ঈশ্বর সব আহতকে দ্রুত আরোগ্য দান করুন।’