ভোলায় কার্গো জাহাজের ধাক্কায় একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় মো. জিহাদ নামে এক জেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জেলে।
বৃহস্পতিবার ভোরে বদনপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নাজিরপুর ঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বদরপুর গ্রামের সাজ্জল বাড়ির মো. শাহাজানের ছেলে।
নিহতের মামাতো ভাই মো. সাইফুল ইসলাম ও স্থানীয়রা জানান, বুধবার রাত ১০টার দিকে বদরপুর গ্রামের দিলু মাঝির নেতৃত্বে জিহাদসহ মোট পাঁচজন মাঝি তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করতে যান। বৃহস্পতিবার ভোরের দিকে তারা নাজিরপুর লঞ্চঘাট ও মৎস্যঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করছিলেন। ওই সময় একটি কার্গো এসে তাদের ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে সব জেলেরা নদীতে পরে যায়। পরে জেলেদের ডাক-চিৎকারে স্থানীয় জেলেরা ছুটে এসে চারজনকে আহত অবস্থায় ও জিহাদকে মৃত অবস্থায় উদ্ধার করে তীরে নিয়ে আসে।
লালমোহন থানার পুলিশ পরিদর্শক মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।