MYTV Live

ভোলায় কার্গো জাহাজের ধাক্কায় ট্রলার ডুবি; নিহত ১

ভোলায় কার্গো জাহাজের ধাক্কায় একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় মো. জিহাদ নামে এক জেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জেলে।

বৃহস্পতিবার ভোরে বদনপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নাজিরপুর ঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বদরপুর গ্রামের সাজ্জল বাড়ির মো. শাহাজানের ছেলে।

নিহতের মামাতো ভাই মো. সাইফুল ইসলাম ও স্থানীয়রা জানান, বুধবার রাত ১০টার দিকে বদরপুর গ্রামের দিলু মাঝির নেতৃত্বে জিহাদসহ মোট পাঁচজন মাঝি তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করতে যান। বৃহস্পতিবার ভোরের দিকে তারা নাজিরপুর লঞ্চঘাট ও মৎস্যঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করছিলেন। ওই সময় একটি কার্গো এসে তাদের ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে সব জেলেরা নদীতে পরে যায়। পরে জেলেদের ডাক-চিৎকারে স্থানীয় জেলেরা ছুটে এসে চারজনকে আহত অবস্থায় ও জিহাদকে মৃত অবস্থায় উদ্ধার করে তীরে নিয়ে আসে।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,868FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles