MYTV Live

ব্রাজিলে বিমান বিধ্বস্তে ১৪ জন নিহত

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় আমাজন রাজ্যে একটি বিমান দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে বার্সেলোস প্রদেশে স্থানীয় সময় শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে।

ঝড়ো আবহাওয়ার মধ্যে জনপ্রিয় পর্যটনকেন্দ্র বার্সেলোসে অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয় প্লেনটি।

অ্যামাজোনাস রাজ্যের নিরাপত্তা সচিব ভিনিসিয়াস আলমেদা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের মধ্যে শহরের দিকে যাচ্ছিল ছোট প্লেনটি। এসময় বৃষ্টির কারণে দৃশ্যমানতা কম ছিল এবং পাইলট অসাবধানতাবশত রানওয়ের মাঝপথেই অবতরণ শুরু করে দিয়েছিলেন।

এর ফলে প্লেনটি ল্যান্ডিং স্ট্রিপের বাইরে চলে যায় এবং বিধ্বস্ত হয়। এতে ১২ যাত্রী এবং দুই ক্রু নিহত হয়েছেন।

রাজ্য সরকার এক বিবৃতিতে বলেছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যাত্রীরা সবাই ব্রাজিলিয়ান পুরুষ। তারা মাছ ধরার জন্য ওই অঞ্চলে গিয়েছিলেন।

তবে ব্রাজিলের কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছে। তবে এখনো সেসব প্রতিবেদনের সত্যতা যাচাই করা যায়নি।

গভর্নর উইলসন লিমা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, আমাদের দলগুলো দুর্ঘটনার পর থেকেই প্রয়োজনীয় সহায়তা দিতে কাজ করছে। নিহতদের পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সংহতি ও প্রার্থনা রইলো।

কর্মকর্তারা জানিয়েছেন, একই সময়ে বার্সেলোসের কাছাকাছি আসা অন্য দুটি প্লেনকে বাজে আবহাওয়ার কারণে মানাউসে ফিরে যেতে হয়েছিল।

ব্রাজিলের বিমান বাহিনী এবং পুলিশ দুর্ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,868FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles