সিলেটের কোম্পানীগঞ্জ থানা সদরে দোকানে মোবাইল চার্জ দেওয়া নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এই সংঘর্ষ হয়। যার জের ধরে রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে থানাবাজার সড়ক অবস্থান নেয় বর্ণিগ্রামের লোকজন।স্থানীয় সূত্রে জানা যায়, বর্ণিগ্রামের এক ব্যক্তির মোবাইলে চার্জ দেওয়া নিয়ে কাঠাঁলবাড়ী গ্রামের এক ব্যক্তির মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় এক পক্ষের লোকজন বর্ণি সড়কে গাড়ি আটক করে। পরে থানা সদরে কোম্পানীগঞ্জ, বর্ণি ও কাঁঠালবাড়ী ৩ গ্রামের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং সংষর্ঘে অন্তত ৫০ জন আহত হয়।
এদিকে, স্থানীয় সূত্রে জানা যায় রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বর্ণি গ্রামের লোকজন থানাবাজার এলাকায় সড়কে অবস্থান নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে পরিস্থিতি শান্ত রাখতে।এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, মোবাইলে চার্জ দেওয়া নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এ নিয়ে তিনটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশের পাশাপাশি রাত পৌনে ১০টায় সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) রফিকুল ইসলাম বলেন, আজ কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। পরিস্থিতি শান্ত রয়েছে।