স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, শেষ রাতে ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটে। এ সমস্যা সমাধানে পুলিশকে শেষ রাতে টহল কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, "ছিনতাই শূন্যের কোটায় নামিয়ে আনার জন্য পেট্রোলিং বাড়ানোর ওপর জোর দিতে হবে।"
রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, "আমরা ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর, এবং ৩১ ডিসেম্বরের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আলোচনা করেছি। একই সঙ্গে তাবলীগ জামাতের ইজতেমা নিয়েও আলোচনা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে, বর্তমান পরিস্থিতি আরও উন্নত করতে হবে যাতে জনগণ নির্ভয়ে উৎসব উদযাপন করতে পারে।"
তাবলীগ জামাতের ইজতেমা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "আগামী ১৮ ডিসেম্বর দুই পক্ষের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। পূর্বের অভিজ্ঞতা ও পদ্ধতির ভিত্তিতে এবারও ইজতেমা আয়োজন করা হবে।"
স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, "ট্রাফিক সমস্যার সমাধান নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। আমরা চেষ্টা করছি, ১৬ ডিসেম্বর বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করতে।"
বৈঠকে আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট বাহিনীগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়।