ঢাকা , মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ , ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিত্তথলিতে পাথর কেন হয়, কারা বেশি ঝুঁকিতে? লন্ডনে বিবিসির সাবেক সদরদপ্তরে ভয়াবহ আগুন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ৩৬৪ সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে একই ‘প্রেমিকের’ সঙ্গে পালালেন দুই জা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা হাসান কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই: ট্রাম্প শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত ব্রাহ্মণবাড়িয়ায় দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ প্রেসিডেন্ট হওয়ার খবর উড়িয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ যেসব জেলায় বৃষ্টি হতে পারে আজ ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা গাজায় ২৪ ঘণ্টায় আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছে: এ্যানি পাঁচ মেডিকেল কলেজে হচ্ছে বার্ন ইউনিট

ছাত্র-জনতা লড়াই করে যে পরিবর্তন এনেছে, তা স্থায়ী হতে হবে: নুরুল হক

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ১১:১২:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ১১:১২:১৯ পূর্বাহ্ন
ছাত্র-জনতা লড়াই করে যে পরিবর্তন এনেছে, তা স্থায়ী হতে হবে: নুরুল হক
মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেন, “আজকের এই দিনে আমরা মুক্তিযোদ্ধাদের গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধায় স্মরণ করছি। ধন্যবাদ জানাই অন্তর্বর্তী সরকারকে, যারা দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জাতীয় অনুষ্ঠানের আয়োজন করেছে।”

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “গত দেড় দশকের ফ্যাসিবাদী শাসনামলে আমরা বিরোধী দলের সদস্য হিসেবে বারবার হয়রানি ও নিপীড়নের শিকার হয়েছি। কিন্তু আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক পরিবেশে মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ প্রত্যক্ষ করছি। সকল দল আজ শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা নিবেদন করতে পারছে, যা আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য আশাব্যঞ্জক।”

নুরুল হক আরও বলেন, “গত ৫৩ বছরে মুক্তিযুদ্ধের যে মূল আকাঙ্ক্ষা—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার—তা বাস্তবায়নে আমরা যথেষ্ট অগ্রগতি অর্জন করতে পারিনি। বিশেষ করে গত ১৫ বছরে বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়নি। আজ এই অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের প্রত্যাশা, তারা মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে।”

তিনি বলেন, “ছাত্র–জনতা ও তরুণ প্রজন্ম যেভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই পরিবর্তনকে টেকসই করতে হবে। অন্তর্বর্তী সরকারকে মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে।”

নির্বাচন ও সংস্কার প্রশ্নে দলগুলোর মতপার্থক্য থাকলেও ঐক্যবদ্ধভাবে সহযোগিতার আহ্বান জানান নুরুল হক। তিনি বলেন, “আজ একটি বিশেষ পরিস্থিতিতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর উচিত সরকারের সঙ্গে সহযোগিতা করে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, “মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের লক্ষ্য ছিল বৈষম্যহীন একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা। এ লক্ষ্য পূরণে সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা প্রত্যাশা করি, অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য সঠিক পথ অনুসরণ করবে।”

কমেন্ট বক্স
পিত্তথলিতে পাথর কেন হয়, কারা বেশি ঝুঁকিতে?

পিত্তথলিতে পাথর কেন হয়, কারা বেশি ঝুঁকিতে?