ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ , ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩২ বছর বয়সে ৮৭ সন্তানের বাবা! সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না যুক্তরাষ্ট্রে আতঙ্কে অবৈধ বাংলাদেশিরা, গ্রেফতার ৪ আসিফ নজরুলের আশ্বাসে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের আন্দোলন স্থগিত বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস ট্রাম্প-মোদির বৈঠক আয়োজনে ব্যাপক তৎপরতা ভারতের মহার্ঘ ভাতা নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ : প্রেস সচিব দিনের ভোট রাতে করা ডিসিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু ধর্ম নিয়ে দুই স্ত্রীর টানাটানিতে ১০ বছর ধরে ঢামেকের মর্গে স্বামীর মরদেহ জাতিসঙ্ঘের মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ সাইফের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’ খ্যাত রনিত যুক্তরাষ্ট্রে আরও রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার ওষুধ, রেস্তোরাঁ ও পোশাকে ভ্যাট কমানোর সিদ্ধান্ত আদালতে এসে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী শাহজালালে বোমাতঙ্কের অবসান, যাত্রীরা নিরাপদ তিন বাহিনীর পোশাকের ডিজাইনার ও অনুমোদনকারীদের দ্রুত গ্রেপ্তার করা হউক - আসিফ চালের দামে অস্থিরতা কমেছে, আমদানি করা হচ্ছে ১০ লাখ টন চাল–গম: খাদ্য উপদেষ্টা ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তির নথি তৈরির কাজ চলছে : রুবিও ফ্রান্সে অবৈধ বসবাসে সহায়তা, ভারতীয়কে ৩০ মাসের কারাদণ্ড

ছাত্র-জনতা লড়াই করে যে পরিবর্তন এনেছে, তা স্থায়ী হতে হবে: নুরুল হক

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ১১:১২:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ১১:১২:১৯ পূর্বাহ্ন
ছাত্র-জনতা লড়াই করে যে পরিবর্তন এনেছে, তা স্থায়ী হতে হবে: নুরুল হক
মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেন, “আজকের এই দিনে আমরা মুক্তিযোদ্ধাদের গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধায় স্মরণ করছি। ধন্যবাদ জানাই অন্তর্বর্তী সরকারকে, যারা দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জাতীয় অনুষ্ঠানের আয়োজন করেছে।”

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “গত দেড় দশকের ফ্যাসিবাদী শাসনামলে আমরা বিরোধী দলের সদস্য হিসেবে বারবার হয়রানি ও নিপীড়নের শিকার হয়েছি। কিন্তু আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক পরিবেশে মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ প্রত্যক্ষ করছি। সকল দল আজ শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা নিবেদন করতে পারছে, যা আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য আশাব্যঞ্জক।”

নুরুল হক আরও বলেন, “গত ৫৩ বছরে মুক্তিযুদ্ধের যে মূল আকাঙ্ক্ষা—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার—তা বাস্তবায়নে আমরা যথেষ্ট অগ্রগতি অর্জন করতে পারিনি। বিশেষ করে গত ১৫ বছরে বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়নি। আজ এই অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের প্রত্যাশা, তারা মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে।”

তিনি বলেন, “ছাত্র–জনতা ও তরুণ প্রজন্ম যেভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই পরিবর্তনকে টেকসই করতে হবে। অন্তর্বর্তী সরকারকে মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে।”

নির্বাচন ও সংস্কার প্রশ্নে দলগুলোর মতপার্থক্য থাকলেও ঐক্যবদ্ধভাবে সহযোগিতার আহ্বান জানান নুরুল হক। তিনি বলেন, “আজ একটি বিশেষ পরিস্থিতিতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর উচিত সরকারের সঙ্গে সহযোগিতা করে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, “মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের লক্ষ্য ছিল বৈষম্যহীন একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা। এ লক্ষ্য পূরণে সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা প্রত্যাশা করি, অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য সঠিক পথ অনুসরণ করবে।”

কমেন্ট বক্স
৩২ বছর বয়সে ৮৭ সন্তানের বাবা!

৩২ বছর বয়সে ৮৭ সন্তানের বাবা!