সিরিয়ার বাশার আল-আসাদ সরকারকে উৎখাতকারী বিদ্রোহীদের অনুরোধে, তুরস্ক তাদের ইসলামপন্থী নতুন সরকারকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার।
গত রবিবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এবং অন্যান্য তুর্কি গণমাধ্যমে তার এই বক্তব্য প্রচারিত হয়েছে। গুলার বলেছেন, “যদি দরকার হয়, তুরস্ক প্রয়োজনীয় সমর্থন দিতে প্রস্তুত।” তিনি আরও জানান, সিরিয়ার নতুন প্রশাসন কীভাবে কাজ করবে তা দেখার অপেক্ষায় রয়েছে তুরস্ক, তবে তাদের একটি সুযোগ দেওয়া উচিত বলে তিনি মনে করেন।
তুরস্কের জন্য, সিরিয়ার আসাদ সরকারের পতনের পর শরণার্থী সমস্যা অন্যতম বড় চ্যালেঞ্জ। বর্তমানে তুরস্কে প্রায় ৩০ লাখ সিরীয় শরণার্থী বসবাস করছে এবং আসাদ সরকারের পতনের পর অনেকেই দেশে ফেরত যেতে আগ্রহী বলে আশা করা হচ্ছে। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল জানিয়েছে যে, গত পাঁচ দিনে ৭,৬০০ শরণার্থী তুরস্ক সীমান্ত পেরিয়ে সিরিয়ায় ফিরে গেছে।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের (এইচটিএস) সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে। বিশেষ করে, সিরিয়ায় নিখোঁজ মার্কিন সাংবাদিক অস্টিন টাইসের ভাগ্যে কী ঘটেছে, তা জানতে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি প্রকাশিত হলো।
সূত্র: এএফপি, বিবিসি
Mytv Online