ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ , ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩২ বছর বয়সে ৮৭ সন্তানের বাবা! সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না যুক্তরাষ্ট্রে আতঙ্কে অবৈধ বাংলাদেশিরা, গ্রেফতার ৪ আসিফ নজরুলের আশ্বাসে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের আন্দোলন স্থগিত বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস ট্রাম্প-মোদির বৈঠক আয়োজনে ব্যাপক তৎপরতা ভারতের মহার্ঘ ভাতা নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ : প্রেস সচিব দিনের ভোট রাতে করা ডিসিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু ধর্ম নিয়ে দুই স্ত্রীর টানাটানিতে ১০ বছর ধরে ঢামেকের মর্গে স্বামীর মরদেহ জাতিসঙ্ঘের মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ সাইফের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’ খ্যাত রনিত যুক্তরাষ্ট্রে আরও রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার ওষুধ, রেস্তোরাঁ ও পোশাকে ভ্যাট কমানোর সিদ্ধান্ত আদালতে এসে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী শাহজালালে বোমাতঙ্কের অবসান, যাত্রীরা নিরাপদ তিন বাহিনীর পোশাকের ডিজাইনার ও অনুমোদনকারীদের দ্রুত গ্রেপ্তার করা হউক - আসিফ চালের দামে অস্থিরতা কমেছে, আমদানি করা হচ্ছে ১০ লাখ টন চাল–গম: খাদ্য উপদেষ্টা ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তির নথি তৈরির কাজ চলছে : রুবিও ফ্রান্সে অবৈধ বসবাসে সহায়তা, ভারতীয়কে ৩০ মাসের কারাদণ্ড

পাকিস্তানি তাড়িয়ে ভারতের গোলামী করতে দেশ স্বাধীন করিনি: হারুনুর রশীদ

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০৪:৫৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৪:৫৬:১৪ অপরাহ্ন
পাকিস্তানি তাড়িয়ে ভারতের গোলামী করতে দেশ স্বাধীন করিনি: হারুনুর রশীদ
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, "শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কোনো রাজনীতি করতে পারবে না। আমরা পাকিস্তানিদের তাড়িয়ে ভারতের গোলামী করার জন্য দেশ স্বাধীন করিনি।"

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদদের নামফলকে পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

হারুনুর রশীদ আরও বলেন, “আমরা ১৯৭১ সালে পাকিস্তানকে পরাজিত করেছি, আর ২৪ জুলাই-আগস্টে ভারতকে পরাজিত করেছি। স্বাধীন সার্বভৌম দেশ নিয়ে ভারতীয় মিডিয়া ও রাজনীতিবিদরা যেভাবে মিথ্যাচার করছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

তিনি বলেন, "আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছি এবং এই সরকারের পেছনে রয়েছি। তবে ফ্যাসিস্টরা যারা দেশে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। ভারত দেশে অশান্তি সৃষ্টি করার জন্য চেষ্টা করছে।"

হারুন আরও বলেন, "বাংলাদেশের পতাকা নিয়ে কোনো ছিনিমিনি খেলতে দেয়া হবে না। যারা ভারতকে পদানত করতে চেয়েছিল, তারা দেশের শত্রু। গুম ও হত্যার রাজনীতি যারা করেছে, তাদের বিচার অবশ্যই হবে।"

তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "ভারত যদি কোনো উসকানিমূলক কর্মকাণ্ড করে, তাহলে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান তাদের কঠোর জবাব দেবে। প্রয়োজনে আমরা তাদের পণ্য বর্জন করব।"

বিএনপির এই নেতা আরও জানান, "ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন না করে আমাদের চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা উচিত।" তিনি বলেন, "গত ১৫ বছর আওয়ামী লীগ শহীদ মিনার অপবিত্র করেছে, কিন্তু আজ কোনো পুলিশ বা সেনাবাহিনী ছাড়া হাজার হাজার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে।"

হারুনুর রশীদ বলেন, “আমরা দিল্লির গোলামী করতে চাই না। শহীদদের আত্মা এখনো কাঁদছে। আওয়ামী লীগকে সহজে ছেড়ে দেওয়া হবে না। সকল অন্যায় ও জুলুমের বিচার করা হবে।”

তিনি আরও বলেন, "আওয়ামী লীগের দোসরদের সহযোগিতা করলে প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগকে দেশের শত্রু হিসেবে বিবেচনা করতে হবে এবং আন্দোলন গড়ে তুলতে হবে।"

এর আগে জেলা শহরের পাঠানপাড়া থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির নেতৃত্বে একটি বর্ণাঢ্য বিজয় মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সামনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, রহমত আলীসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কমেন্ট বক্স
৩২ বছর বয়সে ৮৭ সন্তানের বাবা!

৩২ বছর বয়সে ৮৭ সন্তানের বাবা!