গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে কমপক্ষে ৪৫ হাজার ২৮ জন নিহত এবং ১ লাখ ৬ হাজার ৯৬২ জন আহত হয়েছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় আরও ৫২ ফিলিস্তিনি নিহত এবং ২০৩ জন আহত হয়েছেন।
রোববার গাজার বেইত হানুন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুসহ দুই সাংবাদিকও রয়েছেন। এর পাশাপাশি গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় কিছু ফিলিস্তিনি সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। তেল আবিবের দাবি, হামাসের অস্ত্র সংরক্ষণাগার এবং হামলার পরিকল্পনার জন্য ব্যবহৃত একটি চিকিৎসালয়ে হামলা চালানো হয়।
এদিকে, রোববার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ফোনালাপে গাজায় হামাসের হাতে আটক ইসরাইলি ও বিদেশি বন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে।