ঢাকা , মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ , ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬০ বছর হতে চলল কিন্তু আমি দেখতে এখনো ৩০: শাহরুখ খান ঠাকুরগাঁওয়ে কবরস্থানে যুবকের অর্ধগলিত মরদেহ, মেলেনি পরিচয় সপ্তম দফায় বেলারুশের প্রেসিডেন্ট হলেন লুকাশেঙ্কো ‘গাজা’ নামে সবচেয়ে বড় ড্রোন উন্মোচন করল ইরান পুতুলের দুর্নীতি মামলার তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনও আসেনি: মুখপাত্র নিজ বাড়িতে ফিরছেন গাজাবাসী, চোখে-মুখে প্রশান্তি সাবেক প্রতিমন্ত্রী এনামুর ৬ দিনের রিমান্ডে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়নে কমিটি গঠন ট্যাঙ্কার বিস্ফোরণে পাকিস্তানে নিহত ৬ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় সনাক্তের দাবি বিজয় থালাপাতির শেষ সিনেমা ‘জন নায়ক’ ফ্যাসিবাদী আ. লীগের দোসররা উদ্ভুত ঘটনাকে উস্কে দিতে চাইছে: ঢাবি সাদা দল ইসলামী আন্দোলনের সঙ্গে বিএনপির বৈঠক, ১০ বিষয়ে একমত ঢাবি থেকে ৭ কলেজের অধিভুক্তি বাতিল এবাদতের বলে ইনজুরিতে মিরাজ, মাঠ ছাড়লেন স্ট্রেচারে ‘আমার গায়ে লাগলে কাউকে ছেড়ে কথা বলব না’ আন্দোলনকারী শিক্ষার্থীদের সোহরাওয়ার্দী উদ্যানে বসার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার ‘পুলিশ না থাকলে সাত কলেজ–ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ রক্তক্ষয়ী হতো’ ঐতিহ্যগতভাবে ব্রিটেনে না গিয়ে সৌদিতে প্রথম সফর করতে পারেন ট্রাম্প বিএনপি-ইসলামী আন্দোলনের বৈঠক, নেওয়া হলো যেসব সিদ্ধান্ত

রহস্যময় সেই লাইভ করতে রাজিই ছিলেন না সাদিয়া

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০১:৫৩:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০১:৫৩:৫৫ অপরাহ্ন
রহস্যময় সেই লাইভ করতে রাজিই ছিলেন না সাদিয়া
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় লাইভ করে অভিনেত্রী সাদিয়া আয়মান আতঙ্ক সৃষ্টি করেছেন। ২১ অক্টোবর রাতে ফেসবুক লাইভে তিনি বিবর্ণ এক চেহারায় হাজির হয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেন। তাঁর অস্বাভাবিক উপস্থিতি দেখে অনেকেই চিন্তিত হয়ে পড়েন।

পরবর্তীতে জানা যায়, এটি আসলে একটি নাটকের প্রমোশনের জন্য করা হয়েছিল। তবে লাইভটি ফেক মনে করে ব্যাপক ক্ষুব্ধ হন নেটিজেনরা। বিষয়টি নিয়ে সাদিয়া আয়মান ২৫ অক্টোবর নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন।

পাঠকদের জন্য সাদিয়ার পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

"আশা করি প্রিয়জনের সঙ্গে ভালো আছেন। দুদিন আগে আমার এই অফিসিয়াল পেজে একটি কন্টেন্ট প্রমোশনের লাইভ দেখে আমার ওপরে একটু রাগ বা অভিমান হয়েছে বুঝতে পারছি। সত্যিকার অর্থে লাইভ শেষ হওয়ার পর আমার নিজেরও মনে হয়েছে, আরেকটু সতর্ক হয়ে এবং ভিন্নভাবে প্রমোশনটি করা যেত।


আপনারাই আমার ভালোবাসার জায়গা, তাই মনে হলো কিছু আলোচনা বা আমার অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করি। একটি প্রোডাকশন যখন তৈরি হয়, আপনাদের জন্য আমরা মনপ্রাণ দিয়ে পারফর্ম করি, তবে কী অভিনয় করবো, কী ডায়লগ হবে তা চূড়ান্ত করেন পরিচালক, প্রযোজক বা নির্মানসংশ্লিষ্ট সকলে মিলে, এটা শিল্পীদের মনগড়া হওয়ার সুযোগ থাকে না।


আবার রিলিজের সময়েও চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম প্রমোশন ডিজাইন করেন দর্শককে জানানোর জন্য। আমরা শিল্পীরা মন খুলেই প্রমোশনে অংশ নেই যেমনটি অনেক কষ্ট করে শুটিং শেষ করি। কনটেন্ট শুটিং থেকে শুরু করে রিলিজের আগ পর্যন্ত টিমকে কো-অপারেট করা একজন শিল্পীর দায়িত্ব।


এই হরর ধরণের কন্টেন্ট প্রোমোট করার জন্য লাইভে আসার আইডিয়াটা প্রথমে শোনার পর চ্যানেল কর্তৃপক্ষকে আমি শুরুতে ‘না’করলেও, এই চ্যানেল একই ধরনের প্রমোশন এর আগেও করেছে এবং অনেক স্ট্র্যাটেজিক প্ল্যানিং করে এই ক্যাম্পেইন ডিজাইন করেছে— বলার পর আমি লাইভে এসে পারফর্ম করি। তবে ১০মিনিটের এই লাইভ শেষ হতে না হতেই বুঝতে পারি, আমার পরিবার, কাছের মানুষেরা আর আমার প্রিয় দর্শকদের দুশ্চিন্তাগ্রস্ত করে দিয়েছি।"

সাদিয়ার এই বক্তব্য তাঁর ভক্তদের উদ্বেগ প্রশমিত করার জন্য একটি প্রচেষ্টা বলেই মনে হচ্ছে।


প্রসঙ্গত, সাদিয়ার লাইভের পুরো ঘটনাই ছিল একটি ওয়েব ফিল্মের প্রচারণার অংশ। শিগগিরই তার অভিনীত ‘বিভাবরী’নামে একটি ফিল্ম মুক্তি পাবে ওটিটিতে। যেটি মূলত ঢাকার রহস্যজনক কিছু ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।

কমেন্ট বক্স